বারবার ভুলে যাও কেন
বেরোনোর দরজা
আলগা করে রয়ে ভেজানোই
বেরিয়ে যাওয়া যায়
চাইলেই যে কোনো সময়ে
অন্যের ঘুম না ভাঙিয়ে
একান্তেই
সে দরজা খুঁজে পাও না
দেখতে চাও না তাই
আরেকটু থেকে যাওয়ার লোভ তোমার যে
কারণ তো শুধু এই
No comments:
Post a Comment