সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
তুমি যাকে শুচিতা বলো
তাও প্রকারান্তরে অস্পৃশ্যতার বিকার
তোমার দেবালয় থেকে হৃদয়
কেউ মুক্ত নয়
তুমি তবে কোন মুক্তির মোহে নিজেকে ভোলাও?
(চিত্রগ্রাহকঃ Suman Das)
No comments:
Post a Comment