সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Wednesday, January 17, 2024
যুগের সূচনা
বিহ্বল। তবু স্থির। তবু উদাসীন।
নীরব। কিন্তু আত্মবিশ্বাসী।
মৌনতা। সাধনা তার। সত্য অঙ্কুরিত বাক্য। সহমর্মিতার মাটিতে ডালপালা মেলে তপস্বীর অপেক্ষায় থাকে। যে এসে বলবে, আত্মত্যাগের আলোয়, তাপে যত্ন করব তোমার। চাতুরীর কুয়াশায় নয়।
No comments:
Post a Comment