একসাথে চলার কথা ছিল,
থাকতেই পারে সে কথা।
তা বলে একসাথে চলতেই হবে
এমন কথা কি ছিল?
থাকতেই পারে সে কথা।
তা বলে একসাথে চলতেই হবে
এমন কথা কি ছিল?
না হয় আলাদাই হল বাঁচা,
তবু স্পষ্ট দেখতে পাব নিজেদের!
চেষ্টা করে থাকতে গেলে
ক্ষমার চেয়ে ক্ষোভ আসে বেশি,
ভাল না সেটা।
তবু স্পষ্ট দেখতে পাব নিজেদের!
চেষ্টা করে থাকতে গেলে
ক্ষমার চেয়ে ক্ষোভ আসে বেশি,
ভাল না সেটা।
কি বলছিলে, নতুন কারোর কথা?
সে তুমি রাখতেই পারো
আমার ঘরে তাকে,
কিছুই মনে হবে না আমার।
আমি ছেড়ে আসা পথে
পায়ের ছাঁপ খুঁজতে যাই নি কোনদিন।
সে তুমি রাখতেই পারো
আমার ঘরে তাকে,
কিছুই মনে হবে না আমার।
আমি ছেড়ে আসা পথে
পায়ের ছাঁপ খুঁজতে যাই নি কোনদিন।
নিজের সাথে বোঝাপড়া শেষ হলে
দেখবে, যা শেষ হয়েছে-
তা শুধু শেষই হয়েছে মাত্র,
ফুরিয়েছিল অনেক আগেই।
দেখবে, যা শেষ হয়েছে-
তা শুধু শেষই হয়েছে মাত্র,
ফুরিয়েছিল অনেক আগেই।
ভাল থেকো।
"ভাল থেকো" - যার সাথে অনেক আগেই দূরত্বের সৃষ্টি হয়েছিল তার প্রতি শুভকামনা রেখে, তার শুভচিন্তক হয়ে সরে আসার থেকে ভাল আর কিই বা হতে পারে? ভালবাসতে জানলে মন্দ চাওয়া যায় না।
ReplyDelete