বাইরের দিকে তাকিয়ে ছিলাম,
দৃশ্য ঝাপসা হয়ে আসল ধীরে ধীরে।
দৃশ্য ঝাপসা হয়ে আসল ধীরে ধীরে।
কানে আসছিল
কাদের কথা, পাখার শব্দ,
হালকা হয়ে আসল তাও ক্রমশ।
কাদের কথা, পাখার শব্দ,
হালকা হয়ে আসল তাও ক্রমশ।
না, কোনো নেশা করিনি আমি।
কানের ভিতর দিয়ে প্রাণে বইছে
স্বরগঙ্গা-
স্বরগঙ্গা-
স্নান করছেন অন্তরাত্মা।
ঈশ্বরের কণ্ঠস্বর যাঁর স্বরে লীন-
উস্তাদ আমীর খান।
ঈশ্বরের কণ্ঠস্বর যাঁর স্বরে লীন-
উস্তাদ আমীর খান।
(গতকাল এই
প্রবাদপ্রতিম পুরুষের জন্মদিন ছিল। ওঁর প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম)
No comments:
Post a Comment