Monday, July 22, 2019

৬৬


-হল না তো
-কি হল না?
-আরে ধুর মশায়, পুরো কথাটাতো বলাই হল না
-কেন?
-প্রথমে কারেন্ট গেল। তারপর মাইকগুলো খুলে নিয়ে গেল
-খুব অন্যায়
-এক্কেবারে দুর্নীতি যাকে বলে
-এখন কি করবেন? কি বলার ছিল আপনার?
-দুর্নীতি, শোষণ, নিপীড়ন
 
-কিন্তু আগের দলেও তো একই কথা বলতেন!
-হুম, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স
-অ
-হুম, কথাটা কথা নিয়ে নয় মশায়, কথাটা জনগণ নিয়ে
 
-যেমন?
-জনগণ কি চায় সেটা বড় কথা নয়, জনগণ কি চাওয়ার কথা ভাবতে পারে না, সেইটা যে সে চাইতে পারে সেই চাওয়ার স্বপ্নটাতে তাকে বিভোর করে রাখা
-আরেকটু খোলসা...
-শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি চেয়ে চেয়ে অভ্যাস হয়ে গেছে। না পেয়েও। এখন দেখতে হবে কি কি তারা চাওয়ার কথা ভাবতেই পারে না....সেগুলোর স্বপ্নে এমন একটা নতুনত্ব আছে, সেই ঘোরে সে আপনাকে..বুইলেন না?...হো.. হো...হো..জনগণ করে রব রাতি পোহাইল...
-তো, একই কথা হল না?
 
-একই কথা বারবার বলাটাই তো আমার কাজ। যতক্ষণ না তোমার বিশ্বাস হয়, কিম্বা সন্দেহ হয়, কিম্বা বিশ্বাসে সন্দেহ হয় বা সন্দেহে বিশ্বাস হয়...
-গুলিয়ে গেল
-সেই তো চাই
-এই যে দাদা মাইক এলো, কারেন্ট এলো
বন্ধুগণ....

ওরে আমায় এক কাপ চা দে রে..মাথাটায় ঘিলু-টিলু কেমন হড়হড় করছে

No comments:

Post a Comment